আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// সংরক্ষিত নারী আসন: বাছাইয়ে টিকেছে ৫০ জনেরই মনোনয়নপত্র

সংরক্ষিত নারী আসন: বাছাইয়ে টিকেছে ৫০ জনেরই মনোনয়নপত্র


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২৪ , ৩:৪৫ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাইয়ে সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। গতকাল নির্বাচন ভবনে রিটার্নিং অফিসার ইসির যুগ্মসচিব মনিরুজ্জামান তালুকদার মনোনয়নপত্র বাছাই শেষে এই সিদ্ধান্তের কথা জানান। মনোনয়নপত্রগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগ এবং তাদের জোট থেকে ৪৮টি এবং জাতীয় পার্টি থেকে দুটি। মনিরুজ্জামান বলেন, মোট ৫০টি মনোনয়নপত্র পেয়েছি। সবগুলো বাছাই করেছি। আমরা ৫০টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করছি। কোনও মনোনয়নপত্রের বিরুদ্ধে কোনও অভিযোগ আসেনি। সুতরাং সকল প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করছি। তফসিল অনুযায়ী, আপিল দায়েরের সুযোগ আছে। ২২ ফেব্রুয়ারি আপিল দায়েরের সময়। আপিল নিষ্পত্তির সময় ২৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। এ কর্মকর্তা জানান, প্রার্থিতা প্রত্যাহার কেউ না করলে এবং প্রত্যাহারের সময়ের পর বৈধ প্রার্থী যারা থাকবে এক্ষেত্রে ২৭ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের আর প্রয়োজন হবে না, যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই, সে জন্য বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার কার্যক্রম গ্রহণ করবো।