আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন অভিনেত্রী দিব্যা

সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন অভিনেত্রী দিব্যা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৮, ২০২৪ , ৪:৪৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বলিউড অভিনেত্রী দিব্যা আগরওয়াল ব্যবসায়ী অপূর্বর সঙ্গে ঘর বেঁধেছেন। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে এ দম্পতির সংসার। দিব্যার সংসার নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চললেও নীরব ছিলেন তিনি। অবশেষে নীরবতা ভেঙে এ বিষয়ে কথা বললেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন দিব্যা। তাতে এ অভিনেত্রী লেখেন, ‘আমি কোনোরকম আওয়াজ করিনি, কোনো মন্তব্য বা গল্পও করিনি। আমি ২৫০০ পোস্ট ডিলিট করেছি। তারপরও মিডিয়া আমার বিয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চায়। বিষয়টি মানুষ যেভাবে আমার কাছে প্রত্যাশা করে তা খুবই মজার। আমি সবসময়ই অপ্রত্যাশিত কাজ করেছি। এখন মানুষ সন্তান অথবা বিয়েবিচ্ছেদ কামনা করছে? কিন্তু দুটোর একটিও ঘটেনি।’

এর আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী অপূর্বকে নিয়ে দিব্যা বলেছিলেন, ‘সে (অপূর্বা) আমাকে নতুন জীবন দিয়েছে। আমার বাবা মারা যাওয়ার পর, আমি মন্দিরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কোনো কিছুতে বিশ্বাস করা বন্ধ করেছিলাম। কিন্তু সে আমার জীবনে বিশ্বাস ফিরিয়ে এনেছে। আমি অপূর্বর প্রতি কৃতজ্ঞ। আমি সবসময় তার পাশে থাকব।’

ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিব্যা। তবে ২০২২ সালে তার জন্মদিনে বিয়ের প্রস্তাব দেন ব্যবসায়ী অপূর্ব। একই বছরের ৪ ডিসেম্বর বাগদান সারেন এ যুগল। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।