আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সঞ্জয় দত্তের বায়োপিকে জুটি বাঁধছেন রণবীর-ক্যাটরিনা

সঞ্জয় দত্তের বায়োপিকে জুটি বাঁধছেন রণবীর-ক্যাটরিনা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৮:১৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


katrina-ranbirকাগজ অনলাইন ডেস্ক: তাদের বিচ্ছেদের পর ভাবা হয়েছিল, আর কখনওই পর্দায় একসঙ্গে দেখে দেবেন না রণবীর কাপর এবং ক্যাটরিনা কাইফ। এখন দেখা যাচ্ছে, ‘জাগ্গা জাসুস’ ছবিটিই তাদের জুটিবদ্ধ শেষ সিনেমা নয়। বলিপাড়ায় গুঞ্জন, আবারও জুটি বাঁধতে পারেন রণবীর-ক্যাটরিনা।

বলিউড মুন্নাভাই সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করছেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে, তার বিপরীতে দেখা যেতে পারে ক্যাটরিনাকে। তবে এ নিয়ে এখনও স্পষ্ট কোনও কথা শোনা যায়নি। এটুকু শোনা গেছে, সঞ্জয় দত্ত চান মান্যতার চরিত্রে অভিনয় করুন ক্যাটরিনা।

নির্মাতারা নাকি এ নিয়ে ক্যাটরিনার সঙ্গে কথাও বলেছেন। কিন্তু ক্যাট এখনও হ্যাঁ বা না, কিছুই বলেননি। তবে ঘনিষ্ঠ মহলের খবর, ক্যাটরিনা নাকি ছবিটা করতে চান।

যদি সঞ্জয় দত্তের বায়োপিকের জন্য ক্যাটরিনা ও রণবীর দু’জনেই রাজি হয়ে যান, তাহলে আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে তাদের। রণবীর-ক্যাটরিনার ভক্তদের জন্য এটা নিঃসন্দেহে সুখবর। ‘জাগ্গা জাসুস’এর পর আবারও পর্দায় রোমান্স করবেন তারা।