আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সদরপুরে সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন নিক্সন চৌধুরী

সদরপুরে সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন নিক্সন চৌধুরী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২১ , ১২:৫০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন রবিবার সদরপুরে প্রায় সোয়া ৮ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। গোয়ানন্দ-ফরিদপুর-তারাইল পদ্মা সেতুর বাইপাস সড়কের সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে সদরপুর উপজেলা সদরের নয়রশি গ্রামের খালের ওপর উক্ত সেতু নির্মাণ হচ্ছে।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান। সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তারেক মামুদ, সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান আওয়ামী লীগসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।