আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সবচেয়ে বেশি বয়সী হিসেবে উম্বলডনের শেষ আটে ফেদেরার

সবচেয়ে বেশি বয়সী হিসেবে উম্বলডনের শেষ আটে ফেদেরার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২১ , ১২:৫৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : উইম্বলডনের ঘাসের কোর্টে নতুন রেকর্ড গড়েছেন রজার ফেদেরার। টেনিসের উন্মুক্ত যুগ শুরুর পর সবচেয়ে বেশি বয়সী হিসেবে উইম্বলডনের শেষ আটে উঠেছেন সুইস কিংবদন্তি। চতুর্থ রাউন্ডে ২৩তম বাছাই ইতালির লরেন্সো সোনেগোকে ৭-৫, ৬-৪, ৬-২ গেমে হারান ফেদেরার। আটবারের চ্যাম্পিয়ন ফেদেরারের সঙ্গে লড়াই করতে পারেননি লরেন্সো। দুই ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে জয় তুলে নেয়ার পর ফেদেরার বলেন, ‘কঠিন পরিস্থিতিতে খেলতে হয়েছে। প্র্রথম সেটে ভালো লড়াইও হয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠে ভালো লাগছে।’ আগামী ৮ই আগস্ট ৪০-এ পা রাখতে যাওয়া ফেদেরার রেকর্ড ৫৮তম বারের মতো উঠলেন গ্র্যান্ড স্লামের শেষ আটে। প্রথম সেট ৫-৫ এ সমতায় থাকার সময় বৃষ্টি নামায় বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি না থামায় স্টেডিয়ামের ছাদ বন্ধ করে ফ্লাডলাইটে খেলা চালিয়ে নেন আয়োজকরা। এমন পরিস্থিতিতে প্রথমবার খেলার পর ফেদেরার বলেন, ‘একই ম্যাচে ইনডোর ও আউটডোরে খেলার অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল। কন্ডিশনটা অবশ্য সহজ ছিল না।’ মেয়েদের এককে দারুণ জয়ে প্রথমবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নাম্বার ওয়ান অ্যাশলে বার্টি। তিনি ৭-৫, ৬-৩ গেমে উড়িয়ে দিয়েছেন ফ্রেঞ্চ ওপেনজয়ী বারবোরা ক্রেইচিকোভাকে।