আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সবার দৃষ্টি পাকিস্তানে, কী হচ্ছে অনাস্থা ভোটে

সবার দৃষ্টি পাকিস্তানে, কী হচ্ছে অনাস্থা ভোটে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৯, ২০২২ , ৫:০৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  পাকিস্তানের সংসদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের দিকে সবার দৃষ্টি রয়েছে। আজ শনিবার (৯ এপ্রিল) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে অধিবেশন শুরু হয়। অনাস্থা ভোটের নিয়ম অনুযায়ী এর সমর্থনে কমপক্ষে ১৭২টি ভোট পড়লেই মেয়াদ শেষের আগে ইমরান খানকে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতাচ্যুত করা যাবে। জিও নিউজকে উদ্ধৃত করে ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী আগামী সপ্তাহে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট হতে পারে বলে জানিয়েছেন। এসময় দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও পিটিআইয়ের সাংসদরা জাতীয় পরিষদে অনুপস্থিত ছিলেন।

প্রায় আড়াই ঘণ্টা পর আবারও পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়েছে। সকালের মতোই বিকেলে শুরু হওয়া অধিবেশনে অনুপস্থিত রয়েছেন ইমরান। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ইফতারির পর রাত আটটার দিকে ভোটাভুটি হতে পারে। এদিকে, পাকিস্তান সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান আপিল আবেদন করতে পারেন বলে সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে। এর মধ্যেই দলের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে একটি পিটিশনের খসড়া তৈরি করেছে। খসড়ার বিষয়ে ইমরান খানের বাসভবনেই আলোচনা হয়েছে।

ভোটাভুটি আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যেতে পারে?

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি আগামী সপ্তাহে হতে পারে বলে জানিয়েছে বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যম। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যেতে পারে। সব মিলিয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।