আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সব দেশের সমর্থন চায় আফগানিস্তান

সব দেশের সমর্থন চায় আফগানিস্তান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৯, ২০২১ , ১:০৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আফগানদের ক্রিকেট ভবিষ্যত নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগামী মাসের সভায় সিদ্ধান্ত নেবে। এ সভায় সকল পূর্ণ সদস্য দেশের সমর্থন চেয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি।
গত এক দশকে ক্রিকেটে বেশ উন্নতি করেছে আফগানিস্তান। কিন্তু সম্প্রতি তালেবানরা ক্ষমতা দখলের পর পাল্টে গেছে দেশটির ক্রিকেটের চিত্র। ইতোমধ্যেই দেশটিতে নারী ক্রিকেট নিষিদ্ধসহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মত জনপ্রিয় আসরের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। দেশটিতে নারী ক্রিকেট নিষিদ্ধ করা হলেও পুরুষ ক্রিকেটারদের সমর্থন দিচ্ছে তালেবান সরকার। এসিবি’র চেয়ারম্যান আজিজুল্লাহ বলেন, ‘দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করতে এসিবি প্রতিজ্ঞাবদ্ধ এবং আশা করছি আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলো আমাদের সহযোগিতা করবে।’ আফগানিস্তানে নারীদের ক্রিকেট নিষিদ্ধ করায় কিছুদিন আগে দেশটির বিপক্ষে টেস্ট খেলতে অস্বীকৃতি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এসিবি প্রধান বলছেন, ‘টেস্ট ম্যাচ নিয়ে সিএ’র সঙ্গে কথা চলছে। খুব শীঘ্রই এ ব্যাপারে ও দুই ক্রিকেট বোর্ডের পারস্পরিক সম্পর্ক নিয়ে সিএ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসব।’