আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সমর্থকদের সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে: বাবর আজম

সমর্থকদের সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে: বাবর আজম


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২১ , ১২:৪০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ইংল্যান্ড সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ড সফরে গিয়ে সোশ্যাল মিডিয়ায় পাক সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন ভিডিও বার্তা দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
দুই মিনিটের ভিডিও বার্তায় বাবর বলেন, আমার প্রিয় ক্রিকেট অনুরাগীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। খেলোয়াড় ও সমর্থকদের সম্পর্ক অসাধারণ হয়। একে অপরকে ছাড়া উভয়েরই কোনও অস্তিত্ব নেই। আর এই সম্পর্ক দিনে দিনে আরও গভীর হচ্ছে। তিনি আরও বলেন, পাকিস্তান ক্রিকেটের সবথেকে বড় সম্পদ হল তাদের অনুরাগীরাই। যারা ভালো ও খারাপ সময়ে সর্বদা আমাদের পাশে থাকেন। আমাদের জয়ে উত্সব পালন করেন। আর পরাজয়ে আমাদের পাশে থেকে অনুপ্রেরণ জোগান। বাবর আরও বলেন, ইংল্যান্ডে পাকিস্তানের সমর্থকদের কথা ভাষায় প্রকাশ করা যাবে না। পাকিস্তানের বাইরে আমরা সবথেকে বেশি সমর্থন পাই ইংল্যন্ডে। আমাদের সমর্থকরা বিমানবন্দর থেকে হোটেল ও মাঠে উপস্থিত থাকেন। বর্তমান সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান আরও বলেন, আপনারা আপনাদের বাড়িতে বসেই টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খেলা দেখে আমাদের সমর্থক করুন। আমরা আপনাদের হতাশ করব না। আশা করছি আল্লাহর রহমতে জয় নিয়েই দেশে ফিরতে পারব।