আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সমাবর্তনে যোগ দিতে ভারতের পথে ইউজিসি চেয়ারম্যান

সমাবর্তনে যোগ দিতে ভারতের পথে ইউজিসি চেয়ারম্যান


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১২:০৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Mannanকাগজ অনলাইন প্রতিবেদক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান শুক্রবার সকালে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

তিনি ভারতের সাউথ এশিয়া ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে যোগ দেবেন। শুক্রবার সকালে ইউজিসি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এটি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশনের (সার্ক) ৮টি সদস্যভুক্ত দেশসমূহের সরকার কর্তৃক প্রতিষ্ঠিত। সদস্যদেশসমূহ হচ্ছে, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

ইউজিসি চেয়ারম্যান সাউথ এশিয়া ইউনিভার্সিটির অর্থ কমিটির একজন সদস্য।

২০১০ সাল থেকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির কার্যক্রম শুরু হয়। ভারতের নয়া দিল্লী থেকে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।