আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি সমাবেশে যোগ দিতে পাড়া-মহল্লায় বিএনপির মাইকিং

সমাবেশে যোগ দিতে পাড়া-মহল্লায় বিএনপির মাইকিং


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৩ , ৫:১১ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক : আগামীকাল বুধবার (১২ জুলাই) নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর পাড়া-মহল্লায় চলছে মাইকিংসহ নানামুখী প্রচারণা চালাচ্ছে দলটি। মাইকে সবাইকে সমাবেশে আসার আহ্বান জানানো হচ্ছে। জানা গেছে, কালকের সমাবেশ থেকে এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর শাহবাগ, গ্রিনরোড, মোহাম্মদপুর, মিরপুর, নয়াপল্টন, আজিমপুরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করতে দেখা গেছে।

বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীতে মাইকে এমন প্রচার নিকট অতীতে খুব একটা দেখা যায়নি। নয়াপল্টন এলাকায় এ বিষয়ে কথা হয় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের এক নেতার সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক এই নেতা বলেন, ‘প্রায় একযুগ পর বিএনপির সমাবেশ ঘিরে আমরা মাইকে পাড়া-মহল্লায় প্রচার করতে পারছি। এতে আন্দোলনে গতি আসবে। নেতাকর্মীরা চাঙা হবেন। নতুন এই যাত্রা বিজয়যাত্রায় পরিণত হবে। দীর্ঘদিন রাজপথে আন্দোলনের মাধ্যমে আমরা এই রাজনৈতিক অধিকার অর্জন করেছি।’