আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সম্মেলনের ডাক দিলেন নির্মাতারা

সম্মেলনের ডাক দিলেন নির্মাতারা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২২ , ৫:০৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :   চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন থাকলেও এবার দেশের স্বাধীন ধারার নির্মাতারা জড়ো হচ্ছেন এক ছাতার নিচে। সাংগঠনিক রূপ নিয়ে তারাও করতে চান নিজেদের অধিকার প্রতিষ্ঠা। সংগঠনটির নাম দেওয়া হয়েছে ‘ফিল্ম অ্যালায়েন্স অব বাংলাদেশ’ (ফ্যাব)। এর উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, তারিক আনাম খান, নুরুল আলম আতিক, মোস্তফা সারোয়ার ফারুকী, কামার আহমাদ সাইমন, গিয়াসউদ্দিন সেলিম, অমিতাভ রেজা চৌধুরী, পিপলু আর খান, নূর সাফা জুলহাজ, সৈয়দ গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, জয়া আহসান, মেজবাউর রহমান সুমন, রুবাইয়াত হোসেন, রেজওয়ান শাহরিয়ার সুমিতসহ অনেকে।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানানোর জন্য সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি সংবাদ সম্মেলন করেন ‘ফ্যাব’ কর্তারা। এ সময় তারা জানান, চলচ্চিত্র বা দৃশ্য শিল্পের অনুশীলন, অধ্যয়ন, চিন্তা-নীতি তৎপরতার লক্ষ্যেই তাদের এই কার্যক্রম। নির্মাতাদের সমন্বিত লিখিত বক্তব্যে বলা হয়েছে, ‘শিল্প সংস্কৃতি কিংবা বিনোদন কোনও দাতব্য বিষয় নয়, বরং অর্থনৈতিক কর্মকাণ্ড।ফলে এটাকে নীতিনির্ধারকদের ক্রিয়েটিভ ইকোনমি হিসেবে দেখা সময়ের দাবি।আর এসব বিষয়ে সংশ্লিষ্ট সব অংশীজনকে যুক্ত করে একটা পথরেখা তৈরি করাই এই ক্রিয়েটিভ সামিটের লক্ষ্য।’
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই দিনব্যাপী ক্রিয়েটিভ সামিটের উৎসবের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার, নির্মাতা মশিউদ্দিন শাকের ও মোরশেদুল ইসলাম।এ আয়োজনে নির্মাতা সালাহউদ্দীন জাকীকে দেয়া হবে বিশেষ সম্মাননা।