আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন টিকে থাকার জন্য ভালো কাজের বিকল্প নাই : রিয়েল আশিক

টিকে থাকার জন্য ভালো কাজের বিকল্প নাই : রিয়েল আশিক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২০ , ১১:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : রিয়েল আশিক। সময়ের মেধাবী সঙ্গীত পরিচালক ও কন্ঠশিল্পী। দেশের স্বনামধন্য কন্ঠশিল্পীদের গানের মিউজিক করে ইতিমধ্যে বেশ আলোচনায় এসেছেন তিনি। কন্ঠশিল্পী ইমরান, কাজী শুভ, ঐশী, ইমন খান, এফ এ সুমন ছাড়াও হালের আরো অনেক কন্ঠশিল্পীদের গানের সঙ্গীতপরিচালনা করে কুড়িয়েছেন প্রসংশা। শুধু তাই নয়; গানেও রয়েছেন সমানতালে। নিজের ইউটিউব চ্যানেলসহ বেশ ক’টি অডিও কোম্পানীতেও রয়েছে তার নিজের গাওয়া গান। ‘মন পৃথিবী’, ‘দহন’, ‘তোমার দুঃখ চাই’, ‘কি করে ভুলবো তোমায়’সহ বেশ কয়েকটি গান রয়েছে তার নিজস্থ চ্যানেলে। তবে ভালো কাজ উপহার দেয়াই তার উদ্দেশ্য। এমনটাই জানালেন রিয়েল। বললেন, আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু উপহার দিতে। সময়ের সাথে টিকে থাকতে হলে ভালো কাজের বিকল্প নাই। আমি চেষ্টা করছি; সময়ের সাথে টিকে থাকতে। আমার নিজের চ্যানেল ছাড়াও বিভিন্ন কোম্পানিতে আমার গান রয়েছে। দু’একটি গানের ভালো সাড়াও পাচ্ছি। গান এবং মিউজিক দু’টিই করে যাচ্ছি। দু’জায়গায়ই সমানতালে সময় দিতে হচ্ছে। আমার ইচ্ছে সামনের কাজ গুলোতেও যেন ভালো কিছু উপহার দিতে পারি।