আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি সর্বশক্তি দিয়ে মানুষকে জাগিয়ে তুলতে হবে: ফখরুল

সর্বশক্তি দিয়ে মানুষকে জাগিয়ে তুলতে হবে: ফখরুল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২০, ২০২২ , ৩:১৬ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক :  সরকারের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে দেশের মানুষকে জাগিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আর নয়- এখন সময় এসেছে এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তোলার। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জিয়া পরিষদ আয়োজিত বিএনপির চলমান আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার আজ ক্ষমতা আগলে রাখতে নগ্নভাবে নেমেছে। সমাবেশে বাধা দিয়ে জনসমাগম দমাতে চেষ্টা চালাচ্ছে। এ সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না। বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে নির্বাচনে আওয়ামী লীগ সরকারের বিজয় নিশ্চিত করার জন্য। ক্ষমতায় ধরে রাখতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে।

তিনি বলেন, যারা মানুষ হত্যা করে, গুম করে, লুটপাট করে তাদের পাশে জনগণ নেই, এটা বলার এখন সময় এসেছে। বিএনপি ন্যায়বিচারের কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দানব সরকারকে হঠিয়ে সর্বশক্তি প্রয়োগ করতে হবে।

আয়োজক সংগঠনের যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ আব্দুল কদ্দুসের সভাপতিত্বে অন্যদের মধ্যে সংগঠনের মোহাম্মদ এমতাজ হোসেন, শফিকুল ইসলাম, দেওয়ান মাহফুজ রহমান, ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মুন্সিগঞ্জ জেলায় নিহত যুবদলকর্মী শহীদুল ইসলাম শাওনের বাবা ছোঁয়াব আলী ভূইয়া বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নিহত আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম, নিহত নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান, নিহত শহিদুল ইসলাম শাওনের বাবা ছোঁয়াব আলী ভূইয়া, শাওনের মা আমেনা বেগমের হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।