আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সর্বোচ্চ সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ দিতে পারবে ব্যাংক

সর্বোচ্চ সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ দিতে পারবে ব্যাংক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৮, ২০২১ , ১২:৪৪ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :   দেশে কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংকের লভ্যাংশের বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো বিনিয়োগকারীদের সর্বোচ্চ ৩৫ শতাংশ লভ্যাংশ দিতে পারবে। এক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে ১৭ শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ দেয়ার সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৭ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের আর্থিক সক্ষমতা ও শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্নের বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের মধ্যে অনুষ্ঠিত এক সভায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশ প্রদানের সর্বোচ্চ সীমা বাড়ানো, বিশেষ তহবিল গঠনের মাধ্যমে পুঁজিবাজারে প্রত্যেক ব্যাংকের ২০০ কোটি টাকা বিনিয়োগসহ আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়।