আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সলঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সলঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:২০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Road-Accidenসিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার দবিরগঞ্জ বাজারের কাছে ট্রাকের চাপায় জহরুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলামের বাড়ি জেলার উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে মোটরসাইকেলে করে আম ও দুধ কিনতে দবিরগঞ্জ বাজারে যাচ্ছিলেন জহুরুল ইসলাম। এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পলিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।