আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সশস্ত্র বাহিনীর ইফতারে প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর ইফতারে প্রধানমন্ত্রী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৮:২৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


15কাগজ অনলাইন প্রতিবেদক: শস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে বুধবার (১৫ জুন) প্রধানমন্ত্রীর সম্মানে এ ইফতারের আয়োজন করা হয়।

ইফতারে অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরারসহ তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

ইফতারে আরও অংশ নেন সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমানসহ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।