আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে সিএনএনের প্রেসিডেন্টের পদত্যাগ

সহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে সিএনএনের প্রেসিডেন্টের পদত্যাগ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২২ , ৩:১৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  অফিসের এক নারী কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে পদত্যাগ করেছেন মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রেসিডেন্ট জেফ জাকার। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সিএনএনের উপস্থাপিকা ক্রিস কুমোর সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে কোনো পরিষ্কার বক্তব্য না দিয়েই পদত্যাগ করলেন তিনি। ক্রিস কুমোর বিরুদ্ধে এক তদন্তের সময় জেফ জাকারের সম্পর্কের বিষয়টি সামনে চলে আসে। তবে এ বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন জেফ। সিএনএনের সহকর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় জেফ বলেন, ‘নিয়ম অনুযায়ী সম্পর্কের বিষয়ে না জানানো ভুল হয়েছে।’

উল্লেখ্য, ক্রিস কুমো হলেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর এন্ড্রেউ কুমো। সম্প্রতি যৌন কেলেঙ্কারির অভিযোগে তিনি পদত্যাগ করেন। ভাইকে রাজনৈতিকভাবে সহায়তার অভিযোগ উঠেছে ক্রিস কুমোর বিরুদ্ধে। এরপরেই শুরু হয় তদন্ত। সেখানে জেফ জাকারের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে চলে আসে।