আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সহকারী রাজস্ব ও সাব-রেজিস্ট্রার নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

সহকারী রাজস্ব ও সাব-রেজিস্ট্রার নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৪:৪০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


psc-buildingকাগজ অনলাইন প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে সহকারী রাজস্ব কর্মকর্তা (সাধারণ) পদের লিখিত এবং আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন পরিদপ্তরের সাব-রেজিস্ট্রার পদে নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সরকারি কর্ম কমশিন (পিএসসি) এই দুই পদে নিয়োগের ফলাফল প্রকাশ করে।

গত বছরের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত সহকারী রাজস্ব কর্মকর্তা পদে উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ৮১২ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি জানিয়ে দেবে পিএসসি।

এছাড়া, গত ২৯ জানুয়ারি সাব-রেজিস্ট্রার পদের পরীক্ষায় ৫২৪ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী ২৫-২৮ জুন রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

উত্তীর্ণদের তালিকা পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।