সহজ ম্যাচ কঠিন করে জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২৪ , ১২:২৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : ২৪ বলে দরকার ছিল ১৭ রান, বাকি ৫ উইকেট। এ ম্যাচের কোনোভাবেই এ পরিস্থিতিতে আসার কথা ছিল না। তবে হয়েছে সেটিই। শেষ পর্যন্ত সেটি এসে দাঁড়িয়েছিল স্নায়ুর লড়াইয়ে। মাহমুদউল্লাহ সে স্নায়ু ধরে রেখেছেন। ১৩ বলে ১৬ রানের অপরাজিত ইনিংসটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত।
জয়ের মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন বোলাররাই। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং। বাংলাদেশের টপ অর্ডার এদিনও সুবিধা করতে পারেনি। তবে তিনে নামা লিটন চাপ সামাল দিয়েছেন শুরুতে। মাঝে হৃদয়কে নিয়ে গড়েছেন গুরুত্বপূর্ণ জুটি। একই সঙ্গে শুভ সূচনা করলো চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে। শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে রাখেন। সেটা তাড়া করতে নেমে ৬ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ২৮ রানে দলকে বিপদে রেখে ফেরেন অধিনায়ক শান্তও। এরপর লিটন কুমার দাস ও তাউহিদ হৃদয় মিলে দলকে খাঁদের কিনারা থেকে উদ্ধার করেন। দুজনে গড়েন ৬৩ রানের জুটি। লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টানা ৩ ছক্কা মারার পর চতুর্থ বলে আউট হন হৃদয়। তার ব্যাট থেকে আসে ২০ বলে ৪০ রান। শুরু থেকে একপ্রান্ত আগলে রাখা লিটন তখনও উইকেটে ছিলেন। কিন্তু ৮ রানের ব্যবধানে তিনি ফিরলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মিডল অর্ডার। ৩৮ বলে ৩৬ রান করেন লিটন। ২২ রানের মধ্যে ৫ উইকেট হারানো বাংলাদেশকে তখন চোখ রাঙাচ্ছিল হার। দুই ওভারে প্রয়োজন ১২ রান। ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে কাজ সহজ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ওই ওভারের শেষ বলে ডাবল নিয়ে নিশ্চিত করেন জয়।