আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সহ-অধিনায়ক থাকলে ভালো হতো: সাকিব

সহ-অধিনায়ক থাকলে ভালো হতো: সাকিব


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২১ , ১২:৩৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে কোনো সহ-অধিনায়ক নেই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডেও এ পদে কাউকে রাখা হয়নি। ফলে সব দায়িত্ব পালন করতে হবে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। এমন অবস্থায় সহ-অধিনায়কের গুরুত্ব অনুভব করছেন সাকিব আল হাসান। দেশের সাবেক এই অধিনায়ক মনে করেন, সহ-অধিনায়ক থাকলে ভালো হতো। তবে দলে নেতৃত্ব গুণাবলীসম্পন্ন বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। তাই তিনি এটিকে বড় করে দেখতে নারাজ। সাকিব বলেন, ‘দলে সহ-অধিনায়ক থাকা একটি প্রথা। হয়তো থাকলে ভালোই হতো। তবে নেই বলে যে খুব একটা সমস্যা, সেটাও নয়। এমনিতেই পাঁচ-ছয়জন আছে যারা লিডারশিপ গ্রুপের পার্ট বলেই আমি মনে করি। তারা সবাই মিলে যেকোনো কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারে। আর তা সবার মতামতের ভিত্তিতেই হয়।’
তবুও বিশ্বসেরা এই অলরাউন্ডারের চাওয়া প্রথা মেনে দলে সহ-অধিনায়ক রাখা হোক। তিনি বলেন, ‘খুব একটা সমস্যা হয় বলে মনে হয় না। সহ-অধিনায়ক থাকলে খুব একটা বড় ভূমিকা পালন করতে হয় তাও না। তবে এটা ক্রিকেটের একটা প্রথা। সেদিক থেকে থাকতেই পারে।’