আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি সাঁড়াশি অভিযান: বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের ৪৪০ নেতাকর্মী গ্রেফতার

সাঁড়াশি অভিযান: বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের ৪৪০ নেতাকর্মী গ্রেফতার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ২:২৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


arrest - Copyকাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে নাশকতার বিভিন্ন মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ৪শ’ ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশব্যাপী নাশকতা ও গুপ্তহত্যা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে ঝিনাইদহের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৭ কর্মীকে গ্রেফতার করা হয়। একই সময় নাশকতা ছাড়াও হত্যা, ছিনতাইসহ বিভিন্ন মামলায় কুষ্টিয়ার ৬ উপজেলায় অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া নাশকতার পরিকল্পনা করার সময় সিলেট বিভাগ থেকে ১শ’ ৬১ জন, দিনাজপুরে ১শ’ জন, নড়াইলে ৪৯ জন, সাতক্ষীরায় ৩৫ জন এবং রাজশাহীতে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।