আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট

সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২৩ , ৬:১২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের কবর জিয়ারত করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ব্যারিস্টার সামীর সাত্তার। রোববার (২ জুলাই) বিকালে নিলাখিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামে অবস্থিত সাংবাদিক নাদিমের কবর জিয়ারত শেষে তার মা-বাবা ও আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে শোক ও সমবেদনা জানান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ব্যারিস্টার সামীর সাত্তার। একই দিন বিকালে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নেন তিনি। এছাড়াও ক্ষত্রিদের পাশে থাকার আশ্বাস দেন।  এ সময় বকশীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মিজানুর রহমান মিজান, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, মোজাহারুল ইসলাম ভিমল, ভিপি রিপন, ব্যবসায়ী খোকন আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।