আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবি বাউফলে মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবি বাউফলে মানববন্ধন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৮, ২০২৩ , ৪:৪৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাউফল প্রতিনিধি : জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৮জুন) সকাল ১১টায় বাউফল পৌর সদরের প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, এবিএম মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, আসাদুজ্জামান সোহাগ প্রমূখ বক্তৃতা করেন।
উল্লেখ, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বাংলা নিউজ টোয়েন্টিফোরের জামালপুর জেলা প্রতিনিধি ৭১ টিভির বকসিগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম বুধবার (১৪ জুন) বকসিগঞ্জ বাজারের পাটহাটি এলাকার সাধুরপাড়া ইউপির চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়ে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।