আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সাংবাদিক নাদিম হত্যা: বাবুকে প্রধান আসামি করে মামলা

সাংবাদিক নাদিম হত্যা: বাবুকে প্রধান আসামি করে মামলা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২৩ , ২:৪৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িত সন্দেহে আটক অভিযুক্ত বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে মামলা করা হয়েছে।

শনিবার (১৭ জুন) দুপুরে বকশীগঞ্জ থানায় মামলাটি করেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম। এর আগে সকালে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়। বাবু এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থেকে ভারতে পালানোর পথ খুঁজছিলেন বলে স্থানীয় এক সূত্র জানিয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, র‌্যাব তার (বাবু) এক আত্মীয়ের বাসা থেকে তিনজনকে ধরে নিয়ে গেছে বলে আমরা জেনেছি।

 

এমকে