আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সাংবাদিক নাদিম হত্যা : সকল আসামিদের গ্রেফতারের দাবিতে অনশন

সাংবাদিক নাদিম হত্যা : সকল আসামিদের গ্রেফতারের দাবিতে অনশন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৩ , ৭:৪৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরে বকশীগঞ্জে নৃশংস হত্যাকান্ডের শিকার বাংলা নিউজের জেলা প্রতিনিধি ও বকশীগঞ্জ একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত বাকী আসামিদের গ্রেফতাা ও বিচারের দাবিতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) বকশীগঞ্জ সর্বস্তরের সাংবাদিক ও সচেতন নাগরিকের ব্যানারে সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করে উপজেলার কর্মরত সাংবাদিকরা। পরে দুপুর দেড়টার দিকে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের আশ্বাসে অনশন ভাঙ্গেন আন্দোলনরত সাংবাদিরা। অনশনে বক্তব্য রাখেন সাংবাদিক শাহিন আল আমিন, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহজামাল, সাংবাদিক আশরাফুল হায়দার, সাংবাদিক এমদাদুল হক লালন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক জিএম বাবু, সাংবাদিক মাসুদ উল হাসান, সাংবাদিক মতিনুর রহমান মতিন, একেএম নূর আলম নয়নসহ স্থানীয় সাংবাদিকরা। এসময় সাংবাদিকরা বলেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ১ মাস পার হলেও এজাহারভুক্ত ১৭ আসামি ধরাছোঁয়ার বাইরে। এজাহার ভোক্ত বাকী ১৭ আসামি দ্রুত গ্রেফতার করা না হলে অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে। উল্লেখ্য যে, গত ১৪ জুন বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের পাটহাটী মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ জুন বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সাংবাদিক নাদিম।
এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাত নামা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।