আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// সাইকেল মেকানিকের দোকানে ১ মাসের বিদ্যুৎ বিল ২৬ লাখ টাকা

সাইকেল মেকানিকের দোকানে ১ মাসের বিদ্যুৎ বিল ২৬ লাখ টাকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২০ , ২:১৭ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রকিনিথি : পাকুন্দিয়ায় এক সাইকেল মেকানিকের দোকানে জুলাই মাসের বিদ্যুৎ বিল এসেছে ২৬ লাখ ৫৯ হাজার ১১৪ টাকা। উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া চৌরাস্তা বাজারে এম এ তুহিন (কামাল) নামে ওই মেকানিকের দোকানের বিদ্যুৎ বিলে এমন চিত্র দেখা গেছে।

তুহিন জানান, দোকানে ফ্যান ও লাইট বাল্ব ব্যবহার করেন। এতে প্রতিমাসে ২-৩শ টাকা বিল আসতো। কিন্তু এবার জুলাই মাসের বিলের কাগজ দেখে চোখ কপালে উঠেছে। তিনি হতাশ হয়ে পড়েছেন এমন ভূতুড়ে বিদ্যুৎ বিলে। বিদ্যুৎ অফিসের কাগজে উল্লেখ করা হয়েছে ২৩,৪৬৯০ ইউনিট। এমন ভূতুড়ে বিদ্যুৎ বিলের বিষয়ে জানতে চাইলে কটিয়াদী পল্লীবিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের নাজমুল জানান, বিলের সমস্যা থাকলে অফিসের মিটার রিডিং যারা করে তাদের সাথে সমাধান করতে হবে।