আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সাকিকবে ছাড়াই কলকাতার উড়ন্ত জয়

সাকিকবে ছাড়াই কলকাতার উড়ন্ত জয়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২১ , ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাস বিরতির পর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় ছিলেন একাদশে সাকিব আল হাসানকে দেখার। কিন্তু বাংলাদেশি অলরাউন্ডারের জায়গা হয়নি। তবে তাকে ছাড়াই বড় জয় পেয়েছে কলকাতা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়েছে ইয়োন মরগানরা। দাঁড়াতেই পারেনি বিরাট কোহলিরা। ৯ উইকেটের বিশাল জয়ে ২০২১ সালের আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করেছে কলকাতা। ব্যাট-বলে বেঙ্গালুরুকে রীতিমতো শাসন করেছে মরগানরা। প্রথমে বোলিংয়ে ১৯ ওভারে বেঙ্গালুরুকে ৯২ রানে অলআউট করে জয়ের পথ সহজ করেছে। পরে দুই ওপেনার শুবমান গিল ও ভেঙ্কটেশ আইয়ারের ঝড়ে মাত্র ১ উইকেট হারিয়ে ১০ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেছে কলকাতা। বোলিংয়েই আসলে কাজ সেরে রেখেছিল কলকাতা। আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী ও লকি ফার্গুসনের দুর্দান্ত পারফরম্যান্সে ৯২ রানে গুটিয়ে যায় চমৎকার ব্যাটিং লাইনআপের বেঙ্গালুরু। সর্বোচ্চ ২২ রানে আসে ওপেনার দেবদূত পড়িকলের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান শ্রীকর ভারতের। ১২ রান হার্শাল প্যাটেলের। দুই অঙ্কের ঘরে যাওয়া অন্য ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল করেন ১০ রান। ব্যর্থতার মিছিলে কিছুই করতে পারেননি বিরাট কোহলি (৫) ও এবি ডি ভিলিয়ার্স (০)।
বল হাতে রাসেল ছিলেন আগুন! ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। ম্যাচসেরার পুরস্কার জেতা বরুণ ৪ ওভারে ১৩ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ফার্গুসন ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২ উইকেট। সহজ লক্ষ্যে খেলতে নেমে ঝড় তুলেছিলেন কলকাতার দুই ওপেনার শুবমান ও ভেঙ্কটেশ। শুবমান ৩৪ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৮ রান করে আউট হলেও জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন ভেঙ্কটেশ। বাঁহাতি ওপেনার ২৭ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৪১ রানে। তিনে নামা রাসেল স্ট্রাইকই পাননি! কলকাতার হারানো একমাত্র উইকেটটি যুজবেন্দ্র চাহালের।