সাকিবের আগে শুধু জয়সুরিয়া
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৩ , ৫:০৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশি বোলারদের নৈপুণ্যে নাকানিচুবানি খেয়েছে আফগানিস্তান। সফরকারী ব্যাটারদের কুপোকাত করার ম্যাচে বল হাতে ছন্দ দেখান সাকিব আল হাসানও। উইকেট নিয়ে গড়েন রেকর্ড। ওয়ানডেতে বাঁ হাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দুইয়ে উঠে গেলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের আগে শুধু লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া।
আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের ইনিংসের ১৬তম ওভারে উইকেট পান সাকিব আল হাসান। ওভারের পঞ্চম বলে নাজিবুল্লাহ জাদরানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ওয়ানডে ক্যারিয়ারে সাকিবের এটি ৩০৫তম উইকেট। এতে নিউজিল্যান্ডের সাবেক বাঁ হাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরিকে স্পর্শ করেন তিনি। অর্থাৎ, ওয়ানডে ফরম্যাটে বাঁ হাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় যৌথভাবে দুইয়ে সাকিব-ভেট্টরি। তবে এই কিউই স্পিনারের চেয়ে ৬০ ম্যাচ কম খেলেই এই কীর্তি দেখালেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এ নিয়ে ২৩৫টি ওয়ানডে ম্যাচ খেললেন সাকিব। ৩০৫টি উইকেট পেতে ২৯৫ ম্যাচ লেগেছিল ভেট্টরির।
বাঁ হাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ ওয়ানডে উইকেটের মালিক সনাৎ জয়সুরিয়ার উইকেট সংখ্যা ৩২৩। বর্ণাঢ্য ক্যারিয়ারে ৪৪৫ ম্যাচে ১৫ হাজার বল করে ৩৬.৭৫ গড়ে রান দিয়ে এই সংখ্যক উইকেট নিয়েছিলেন লঙ্কান কিংবদন্তি।
ওয়ানডে ফরম্যাটে শুধু স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছেন সাকিব আল হাসান এবং ড্যানিয়েল ভেট্টরি। এই তালিকায় জয়সুরিয়ার অবস্থান চতুর্থ।
সর্বোচ্চ ওয়ানডে উইকেট শিকারী স্পিনার লঙ্কান কিংবদন্তি মুতাইয়া মুরালিধরন। ৩৫০ ম্যাচে ১৯ হাজার বল করে ৫৩৪টি উইকেট নিয়েছিলেন সাবেক এই অফস্পিনার। তালিকার দুইয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ৩৯৮টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৪.৫০ গড়ে রান দিয়ে ৩৯৫টি উইকেট নিয়েছিলেন এই স্পিনিং অলরাউন্ডার। সর্বাধিক ওয়ানডে উইকেট শিকারী স্পিনারদের তালিকায় তিনে রয়েছেন ভারতের সাবেক বোলার অনিল কুম্বলে। ২০০৭ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়া এই লেগ স্পিনার ২৭১ ম্যাচে ৩০.৮৯ গড়ে রান দিয়ে মোট ৩৩৭টি উইকেট নিয়েছিলেন।