আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ‘সাকিবের পাশে দাঁড়িয়ে যোগ্যতা প্রমাণ করেছি’

‘সাকিবের পাশে দাঁড়িয়ে যোগ্যতা প্রমাণ করেছি’


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ , ৭:১২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছেন ঢাকাই সিনেমার উদীয়মান নায়িকা রাজ রিপা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে জুটি হয়েছেন রিপা। এটি নির্মাণ করেছেন আজমান রুশো। নতুন এ বিজ্ঞাপন প্রসঙ্গে রাজ রিপা বলেন, চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। এ বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে দর্শক নতুন এক রিপাকে দেখতে পেয়েছেন বলে আমার বিশ্বাস। ডিরেক্টর রুশো ভাই, সাকিব আল হাসান ভাই ও দর্শকের প্রশংসায় আমি গর্ববোধ করছি। একজন অলরাউন্ডারের পাশে দাঁড়িয়ে আমার যোগ্যতা প্রমাণ করতে পেরেছি, এটাই আমার বড় প্রাপ্তি। গত বছরের সেপ্টেম্বরে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে সাকিব আল হাসানের সঙ্গে দেখা যায় রাজ রিপাকে। সেখানে বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন আদনান আল রাজিব।