আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সাকিবের মাও করোনায় আক্রান্ত

সাকিবের মাও করোনায় আক্রান্ত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৩, ২০২০ , ৮:৫২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


মাগুরা প্রতিনিধি : বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের মা শিরিন রেজা করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত ১৯ জুলাই সাকিবের বাবা মাসরুর রেজা করোনা আক্রান্ত হন।

মাগুরার সিভিল সার্জন ডা.প্রদীপ কুমার সাহা জানান, ক্রিকেটার সাকিব আল হাসানের মা শিরিন রেজা দুইদিন আগে জ্বরে আক্রান্ত হলে তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। বৃহস্পতিবার তার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। বর্তমানে শহরের কেশব মোড়ের বাড়িতে তিনি হোম আইশোলেশনে আছেন।

তিনি জানান, এর আগে গত ১৯ জুলাই সাকিবের বাবা মাশরুর রেজা করোনায় আক্রান্ত হন। তিনিও একই বাড়িতে আইশোলেশনে আছেন। তবে সাকিবের মা-বাবা উভয়ই শারিরিকভাবে সুস্থ আছেন।

ডা. প্রদীপ সাহা জানান, বৃহস্পতিবার নতুন করে মাগুরায় ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় মোট ৩৫৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৭৫ জন সুস্থ হয়েছেন। মাগুরায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন।