আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সাকিব মোস্তাফিজ সৌম্য কি প্রথম ম্যাচে খেলতে পারবেন?

সাকিব মোস্তাফিজ সৌম্য কি প্রথম ম্যাচে খেলতে পারবেন?


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২১ , ১১:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অনিশ্চিত সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। জাতীয় দলের একটি সূত্রে জানা গেছে সাকিব, সৌম্য ও মোস্তাফিজের হালকা ইনজুরি রয়েছে। সাকিবের কুঁচকিতে একটু টান আছে। সৌম্য সরকারের উরুতে ব্যাথা আর মোস্তাফিজের গোড়ালিতে সমস্যা। তবে তা গুরুতর নয়। এ ব্যাপারে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, জিম্বাবুয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলে এক মাসের লম্বা সফর ছিল। এতে কারো না কারো একটু শারীরিক সমস্যা দেখা দিতেই পারে। তবে তা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, আমার জানামতে, চিন্তিত হওয়ার কিছু মতো কোন ইনজুরি নেই। ক্রিকট বোর্ডের ডাক্তার দেবাশীষ চৌধুরীর জানিয়েছেন,আমার মনে হয় না দলে সে অর্থে কোনো ইনজুরড ক্রিকেটার আছে। ইনজুরড ক্রিকেটারকে তো আর হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রাখা হতো না। মোস্তাফিজের অ্যাংকেলে আর সৌম্যর থাইতে একটু ব্যাথা আছে। সেটা সব দলেরই কম বেশি থাকে।