আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সাকিব ম্যাজিক : ৬ উইকেট খুইয়ে ধুকছে আফগানিস্তান

সাকিব ম্যাজিক : ৬ উইকেট খুইয়ে ধুকছে আফগানিস্তান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৭, ২০২৩ , ১:২০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমে জোড়া উইকেট তুলে নিয়ে ব্রেকথ্রু এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। পরে ৬ষ্ঠ ওভারে ফের সাবিক আল হাসানের আঘাত একাই তুলে ৩ উইকেট। সাথে মিরাজ ও মুস্তাফিজ আফগান শিবিরে আঘাত হানেন। পরের ওপারে তাসকিনের আঘাত
এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৯.৪১ ওভারে ১২৫ রান।
শনিবার ধর্মশালা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তানের বিপক্ষে সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নিজের হাতে বল তুলে নিয়ে ইব্রাহিমকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। এতে ইব্রাহিম থেমেছেন ২৫ বলে ২২ রানে, আফগানিস্তানের ওপেনিং জুটি ভেঙে ৪৭ রানে।
ইব্রাহিম জাদরানকে ফেরানোর পর রহমত শাহর উইকেটও শিকার করেন সাকিব। ১৫তম ওভারে পঞ্চম বোলার হিসেবে আসেন সাকিব। বাংলাদেশের প্রয়োজন ছিল আরেকটি ব্রেকথ্রু। তবে সেটি এনে দিলেন সাকিবই! আউট হওয়ার আগে তিনি ২৫ বলে ১৮ রান করেন। এরপর বোলিংয়ে এসে মিরাজ ও মুস্তাফিজ উইকেট তুলে আফগানিস্তানকে চেপে ধরার চেষ্টায় টাইগাররা। হাশমতউল্লাহ শহীদিকে ১৮ রানে ফেরান মিরাজ এবং ওপেনিংয়ে দুর্দান্ত খেলা রহমানউল্লাহ গুরবাজকে ৪৭ রানে ফেরান মুস্তাফিজ।