সাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা : বন্দরে ৩ নম্বর সতর্কতা
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ৩:২৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: চট্টগ্রামসহ দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে এ সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় ৪০ থেকে ৫০ কি.মি. বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মেঘনাধ তঞ্চঙ্গা জানান, উপকূলীয় ও এর আশপাশের এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রামসহ দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
সাগরে সকল মাছ ধরার ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, গভীর মেঘমালার কারণে শুক্রবার রাত থেকে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শনিবার দুপুর ১২টা পর্যন্ত পতেঙ্গা আবহাওয়া অফিস দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।