আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// সাজেদা চৌধুরীর প্রথম জানাজা ফরিদপুরে, দাফন বনানীতে

সাজেদা চৌধুরীর প্রথম জানাজা ফরিদপুরে, দাফন বনানীতে


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২২ , ১১:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায়। আজ বেলা ১১টায় উপজেলার এমএন (মহেন্দ্র নারায়ণ) একাডেমি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিয়ে আসা হবে জাতীয় শহীদ মিনারে। বিকাল তিনটার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য সেখানে রাখা হবে তার মরদেহ। বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। পরে বনানী কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হবে। এ তথ্য জানিয়েছেন সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব ফারজানা খান রিনি। উল্লেখ্য, রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের বর্ষীয়ান এই রাজনীতিবিদ।