আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সাতক্ষীরায় এসএমএস পেয়েও টিকা না পেয়ে ফিরে গেলেন সবাই

সাতক্ষীরায় এসএমএস পেয়েও টিকা না পেয়ে ফিরে গেলেন সবাই


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২১ , ১১:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


সাতক্ষীরা প্রতিনিধি : মোবাইলে খুদেবার্তা (এসএমএস) পাওয়ার পর নির্ধারিত দিনে এসে সাতক্ষীরা সদর হাসপাতাল কেন্দ্র থেকে টিকা না পেয়ে ফিরে গেছেন অনেক মানুষ। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষের ভিড় এদিন লক্ষ্য করা গেছে। তাদের টিকা সরবরাহ নেই বলে জানিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার টিকা পাওয়ার খুদেবার্তা পেয়েছিলেন বহু মানুষ। তারা নির্ধারিত সময়ে সাতক্ষীরা সদর হাসপাতাল কেন্দ্রে চলে আসেন। কিন্তু সরবরাহ না থাকায় তাদের টিকা দেওয়া যায়নি। এতে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলেছেন, আমাদের হয়রানি করা হচ্ছে। টিকা নিতে আসা লোকজন জানান, আমরা বহুদূর থেকে এসেছি। মোবাইলে মেসেজ পেয়েছি কিন্তু এখানে এসে দেখছি কোনো লোক নেই। কেউ কিছু বলতেও পারেন না। একপর্যায়ে কর্মচারীরা জানিয়ে দেন- টিকা নেই, আপনারা পরে আসেন। টিকা সরবরাহ পেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তারা বলেন, আমরা বহু মানুষ হয়রানির শিকার হয়ে ফিরে গেছি। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, আমরা তিন দিন আগে টিকার চাহিদার কথা জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। সিনোফার্মার টিকা ফুরিয়ে গেছে। টিকা আসতে আরও এক সপ্তাহের বেশি সময় লাগতে পারে। সরবরাহ পেলে অবশ্যই চাহিদা অনুযায়ী টিকা দেওয়া হবে।