আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সাতক্ষীরায় গ্রেপ্তার আরো ৫২

সাতক্ষীরায় গ্রেপ্তার আরো ৫২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১০:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


2016_06_10_সাতক্ষীরা: জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানে সাতক্ষীরার সাত উপজেলার আট থানায় জামায়াত ও শিবিরের আটজনসহ ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল নাগাদ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১৫, আশাশুনিতে সাত এবং অন্যান্য উপজেলায় পাঁচ থেকে ছয়জন করে লোক রয়েছে। এদের নিয়ে সাতক্ষীরায় চারদিনে ১৭০ জনকে গ্রেপ্তার করা হলো।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসের মামলা রয়েছে। তাদের আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।