আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সাতক্ষীরায় ১৭শ’ বোতল ফেনসিডিলসহ আটক ২

সাতক্ষীরায় ১৭শ’ বোতল ফেনসিডিলসহ আটক ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১:১২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Arresসাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া মোড় থেকে ১৭শ’ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুন) ভোরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-সাতক্ষীরা পৌরসভার রসুলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান বাপ্পি (২৮) ও সদর উপজেলার বৈকারি গ্রামের আবু তালেব মোড়লের ছেলে শরিফুল ইসলাম (২০) ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, রাতে বাপ্পি ও শরিফুল জেলার আগরদাড়ি ইউনিয়নের খলিলনগর মহিলা মাদ্রাসা থেকে পিকআপ ভ্যানে ফেনসিডিল নিয়ে অন্য এলাকায় যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ভাদড়া মোড়ে ব্যারিকেট দিয়ে গাড়ি থামিয়ে তল্লাশি চালায়।

এ সময় গাড়িতে ১৭শ’ বোতল ফেনসিডিল পাওয়ায় ওই দু’জনকে আটক করা হয়।

আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।