আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
Uncategorized সাতছড়ি জাতীয় উদ্যানে হরিণের মাথাসহ মাংস উদ্ধার

সাতছড়ি জাতীয় উদ্যানে হরিণের মাথাসহ মাংস উদ্ধার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৯, ২০২০ , ১২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: Uncategorized


চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে একটি হরিণ শিকার করেছে একদল শিকারী। হরিণটি জবাই করে মাংস ভাগাভাগির সময় খবর পেয়ে হরিণের মাথা ও মাংস উদ্ধার করেছে বন বিভাগ।

এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি। এর আগেও কয়েকবার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে হরিণ শিকার করে নিয়ে যায় চক্রটি।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে উদ্যানের রামগঙ্গা চা বাগানের পাতিঘরের উত্তর দিকের বন থেকে রামগঙ্গা চা বাগানের একটি শিকারি চক্র একটি মায়া হরিণ শিকার করে।

সকালে হরিণ জবাই করে মাংস ভাগাভাগির সময় খবর পেয়ে সাতছড়ি রেঞ্জের বিট কর্মকর্তা সামসুদ্দিন রুমির নেতৃত্বে একদল বনকর্মী ঘটনাস্থলে যায়।

রামগঙ্গা বাগানের চৌকিদার কালু জানান, হরিণ জবাই করে মাংস ভাগাভাগির সময় খবর পেয়ে বন বিভাগের লোকজন হরিণের মাথা ও মাংস উদ্ধার করে।