আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সাতারের পরীক্ষা, তা-ও আবার অনলাইনে!

সাতারের পরীক্ষা, তা-ও আবার অনলাইনে!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০২২ , ৪:৩৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : চিনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে সাঁতার পরীক্ষা দেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ৫০ মিটার সাঁতার পরীক্ষা বাকি ছিল শিক্ষার্থীদের। কোভিড সংক্রমণের জেরে গোটা সাংহাই শহরে লকডাউন জারি হয়। বন্ধ হয়ে গিয়েছে স্কুল, কলেজ। চিনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক হতে গেলে সাঁতারের পরীক্ষা দেয়া জরুরি। সাংহাই বিশ্ববিদ্যালয়েও সেই নিয়ম রয়েছে। তাই যারা স্নাতক হতে চান, তাদের এই পরীক্ষা দেয়া জরুরি।

কিন্তু চূড়ান্ত পরীক্ষার আগেই বিশ্ববিদ্যালয় কোভিডের কারণে বন্ধ হয়ে যাওয়ায় সেই পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থীরা। তাই এ বার অনলাইনেই পরীক্ষা দিতে বললেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নির্দেশের পরই নেটমাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন সাংহাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেউ বলছেন, বাথটাবেই এই পরীক্ষা দিতে হবে। কেউ আবার এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, প্র্যাকটিক্যাল পরীক্ষা নয়, অনলাইনে সাঁতার সম্পর্কে লিখিত পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।