আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সাত মাসেই ভেঙে গেলো গিগি-জাইনের প্রেম

সাত মাসেই ভেঙে গেলো গিগি-জাইনের প্রেম


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১১:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


zain-2অনলাইন প্রতিবেদক : মাত্র সাত মাসের মধ্যেই ভেঙে গেছে গিগি হাদিদের সঙ্গে জাইন মালিকের প্রেম। তবে এই সাত মাসেই প্রেমের কারণে নানা ঘটনার জন্ম দিয়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তারা। শেষ পর্যন্ত এই সম্পর্কটি টিকিয়ে রাখতে পারলেন না গিগি ও জাইন।

গেলো বছরের নভেম্বরে আলোচনায় আসে গিগি ও জাইনের প্রেমকাহিনী। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতাও চোখে পড়ে। এরপর একাধিকবার তারা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। গত ২ মে ফ্যাশন উৎসবে একসঙ্গে লাল গালিচায় হাঁটেন তারা।

জাইনের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা যায়, তাদের মধ্যে এখন আর প্রেমের সম্পর্ক নাই। তাদের বিচ্ছেদ হয়ে গেছে। তবে এই বিষয়ে এখনো গিগি কিংভা জাইন কেউই মুখ খুলেননি।

চলতি বছরের জানুয়ারিতে প্রকাশ হয় জাইনের সিঙ্গেল ‘পিলো টক’-এর ভিডিও। এতে বেশ চোখে পড়ে গিগির উপস্থিতি।