আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নাটকে ‘ভুল জোছনায় একত্রে হেঁটেছিলাম’

নাটকে ‘ভুল জোছনায় একত্রে হেঁটেছিলাম’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৭, ২০২১ , ১১:১২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ভুল জোছনায় একত্রে হেঁটেছিলাম’ শিরোনামের একটি নতুন নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তাসুনভা তিশা। লুৎফর হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল রাজ এবং রেজওয়ানুল ইসলাম সানজিদ। সম্প্রতি চিত্রায়ণ সম্পন্ন হয়েছে এ নাটকটির। ‘ভুল জোছনায় একত্রে হেঁটেছিলাম’ নাটকে থাকছে একটি মৌলিক গান। ‘এতো স্বপ্ন দেখার কি দরকার’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন নয়ন সাদ্দাম। সংগীতায়োজনে ছিলেন সাজিদ সরকার।

গানটি প্রসঙ্গে নয়ন সাদ্দাম বলেন, এটি আমার প্রথম মৌলিক গান। ২০১৮ সালে গানটি করেছিলাম। পরে গেল বছর গানটিতে একটু ঘষামাজা করেছিলাম। এ গানটি নাটকের গল্পের সঙ্গে অনেকটাই মিলে যায়। তাই গল্পের প্রয়োজনে গানটি ‘ভুল জোছনায় একত্রে হেঁটেছিলাম’ নাটকে যোগ করা হয়েছে। গানটি নিয়ে আশাবাদী তরুণ এ গায়ক। খুব শিগগিরই নাটকটি প্রচারে আসবে বলে জানান তিনি।