আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল সানগ্লাস পরলে জানতে হবে যেসব বিষয়

সানগ্লাস পরলে জানতে হবে যেসব বিষয়


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২০ , ১২:২২ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে ডেস্ক :  তীব্র রোদের কারণে গরমের মাত্রা বেড়েই চলেছে যেন। এই গরমে বাইরে বের হতে হলে যে জিনিসগুলো সঙ্গে রাখা আবশ্যক তার মধ্যে একটি হলো সানগ্লাস। রোদের তেজ যেন চোখের ক্ষতি না করতে পারে তাই এই বাড়তি সতর্কতা। শুধু কি রোদ, ধুলোবালি ও সূর্যের অতি বেগুনি আলোকরশ্মি থেকেও চোখকে বাঁচায় এই সানগ্লাস। সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের চোখের রেটিনা ও কর্নিয়ার মারাত্মক ক্ষতি করে। তাই শুধুমাত্র ফ্যাশনের জন্যই নয়, চোখের সুরক্ষায়ও সানগ্লাস ভীষণ দরকারি।

প্রয়োজনীয় এই সানগ্লাসের একাধিক কালেকশন রেয়েছে অনেকেরই। তবে চোখের ভালোর জন্য ব্যবহার করে উল্টা যেন আবার সানগ্লাসের কারণেই ক্ষতি না করে ফেলি। এটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। সস্তা সানগ্লাস ব্যবহারের ফলে আমাদের চোখের মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়। কম দামি সানগ্লাসে ব্যবহৃত নিম্ন মানের রঙিন প্লাস্টিকে সূর্যের অতিবেগুনি রশ্মি ঠেকানোর কোনো ক্ষমতা নেই। উল্টো তা চোখের জন্য তা মারাত্মক ক্ষতিকর। দুর্বল হয়ে পড়তে পারে আমাদের দৃষ্টিশক্তি।

বিশেষজ্ঞরা বলেন, কম দামের সানগ্লাস ব্যবহারের ফলে অকালেই চোখে ছানি পড়ার ঝুঁকি থাকে। শুকিয়ে যেতে পারে চোখের কর্নিয়াও। এছাড়া মাথা ব্যথা, দৃষ্টিশক্তি কমে চোখের পাওয়ার বেড়ে যেতে পারে। এজন্য চোখের সুরক্ষায় ভালোমানের সানগ্লাস ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞদের।

আর দাম দিয়ে কেনা সানগ্লাসটির যত্নও নিতে হবে যত্ন করে। নিচের কিছু টিপস আপনার উপকারে আসবে।

১) লেন্স পরিষ্কার করার কোমল সলিউশন দিয়ে সানগ্লাস পরিষ্কার করতে পারেন

২) সানগ্লাসের সঙ্গে দেওয়া কাপড়টি দিয়ে ভেজা অবস্থাতেই মুছে ফেলুন

৩) খুলে এখানে সেখানে না রেখে, সানগ্লাসের বক্সের মধ্যে রাখুন

৪) শুকনো সানগ্লাস মোছা উচিত নয়, ধুলো-বালির কণা কাচের সঙ্গে ঘষা খেয়ে দাগ পড়তে পারে

৫) খুব ঠাণ্ডা বা বেশি তাপের কাছাকাছি সানগ্লাস রাখবেন না।

কম দামি সানগ্লাস ব্যবহারে চোখের যেসব ক্ষতি হতে পারে :

১) অতিরিক্ত মাত্রায় বা নিয়মিত সস্তার সানগ্লাস ব্যবহারের ফলে অকালেই চোখে ছানি পড়ে যেতে পারে।

২) শুকিয়ে যেতে পারে চোখের কর্নিয়া।

৩) সস্তার রঙিন চশমার অতিরিক্ত ব্যবহারের ফলে ‘আইলিড’ ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

৪) সস্তার রঙিন চশমা নিয়মিত ব্যবহারের ফলে চোখের পাওয়ার অস্বাভাবিক ভাবে বেড়ে যেতে পারে, ঘন ঘন মাথাব্যথাও হতে পারে।

৫) কম দামি সানগ্লাস নিয়মিত ব্যবহারের ফলে ‘রিফ্রাক্টিভ এরর’ বা চোখের প্রতিসারক ত্রুটি বহুগুণ বেড়ে যায়। এই সমস্যার ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে।