আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সানি আজাদকে নিয়ে বৈশাখে ‘বাংলার ঢোল’ নিয়ে আসছেন তারা

সানি আজাদকে নিয়ে বৈশাখে ‘বাংলার ঢোল’ নিয়ে আসছেন তারা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৪, ২০২১ , ১০:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : গত দুই সপ্তাহে ‘বুক পাঁজরে’ এবং ‘প্রেমের হুইসেল’ শিরোনামের দুটি গান রিলিজ হয়েছে সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদের। এবার আবারও নতুন গান নিয়ে আসছেন এই কন্ঠশিল্পী। বৈশাখ উপলক্ষে নিয়ে আসছেন ‘বাংলার ঢোল’ শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন গীতিকার আবুল হোসেন। সুর করেছেন সুরকার ও কন্ঠশিল্পী এফ এ প্রিতম এবং মিউজিক করেছেন আহমেদ সজিব। গানটি ‘আহমেদ সজিব অফিসিয়াল’ ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হবে।

এমনটাই জানালেন আহমেদ সজিব। বললেন, গানের কথাগুলো সুন্দর। আমি চেষ্টা করেছি ভালো মিউজিক করতে। আশা করছি; সবার ভালো লাগবে।

এফ এ প্রিতম বলেন, অসাধারণ গেয়েছেন সানি ভাই। গানটি এ প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে ভালো লাগবে।

আবুল হোসেন বলেন, গানটি বৈশাখ কেন্দ্রিক। গানের গায়কি, মিউজিক এবং সুর সত্যিই ভালোলাগার মতো।