আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সানি লিওনের বিরুদ্ধে অর্থ প্রতারণার মামলা

সানি লিওনের বিরুদ্ধে অর্থ প্রতারণার মামলা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২১ , ১২:৩১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে অর্থ প্রতারনার অভিযোগ তুলেছেন কেরল নিবাসী আর শিয়াস। দু’টি অনুষ্ঠানের জন্য ২৯ লক্ষ টাকা নিয়েও সেখানে যাননি সানি লিওন। এমন অভিযোগ এনে এই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। প্রথমে পুলিশের সাধারণ শাখায় অভিযোগ দায়ের করেন আর শিয়াস। তারপর সেটা পাঠিয়ে দেওয়া হয় অপরাধ দমন শাখার কাছে। তার অভিযোগপত্রে লেখা হয়েছিল, সানি লিওনি ২৯ লক্ষ টাকা নিয়ে ফেরত দেননি। এবং যে দু’টি অনুষ্ঠানে যাওয়ার কথা হয়েছিল, তাতে উপস্থিতও হননি তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন, শনিবার কোচি পুলিশ সানি লিওনের বয়ান রেকর্ড করেছে। তবে এখনও তার বয়ান সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। কোচির অপরাধ দমন শাখার সূত্রের খবর, তিরুবনন্তপুরমে ‘স্প্লিটসভিলা’ রিয়েলিটি শোয়ের শুটিং করছেন সানি লিওন। সেখানেই দেখা করতে গিয়েছিল অপরাধ দমন শাখার একটি দল। সেখানে গিয়ে তার বয়ান রেকর্ড করা হয়েছে।