আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সাফের জন্য ২৬ জনের দল ঘোষণা বাফুফের

সাফের জন্য ২৬ জনের দল ঘোষণা বাফুফের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২১ , ২:২৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  অনেক জল্পনাকল্পনার অবসান শেষে সাফের জন্য দল ঘোষণা করছে দেশের ফুটবলের সবোর্চ্চ সংস্থা বাফুফে। বুধবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ অস্কার ব্রুজন ২৬ জনকে নিয়ে প্রাথমিক দল ঘোষণা করেছেন। নতুন দায়িত্ব পাওয়া অস্কার ব্রুজন আজ বিকেল থেকেই ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করবেন। দলে ডাক পাওয়া ২৬ জন ফুটবলার ইতিমধ্যে করোনার পরীক্ষাও সম্পন্ন করে টিম হোটেলে উঠেছে।

বাংলাদেশ দলে ডাক পাওয়া ২৬ জন ফুটবলারের মধ্যে দশ জন ফুটবলার বসুন্ধরা কিংসের, পাঁচ জন আবাহনী লিমিটের ও চার জন সাইফ পোর্টিং ক্লাবের। এদিকে জেমি ডের তালিকায় নতুন বেশকিছু প্রবাসী ফুটবলার থাকলেও অস্কার প্রাথমিকভাবে তাদের রাখেননি।

২৬ ফুটবলার

ফরোয়ার্ড: ইব্রাহিম, সুফিল, এলিটা কিংসলে, মতিন মিয়া, বিপলু আহমেদ ও সুমন রেজা।

মিডফিল্ড: জামাল ভূঁইয়া, সোহেল রানা, মাসুক মিয়া জনি, সাদ উদ্দিন, আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, রাকিব হোসেন ও মানিক মোল্লা।

ডিফেন্ডার: তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, তারিক কাজী, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, আতিকুজ্জামান ও মেহেদী হাসান।