আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সাবেক ইংল্যান্ড অধিনায়ক ‘লর্ড টেড’ আর নেই

সাবেক ইংল্যান্ড অধিনায়ক ‘লর্ড টেড’ আর নেই


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২১ , ১১:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : সাবেক ইংল্যান্ড অধিনায়ক ‘লর্ড টেড’ আর নেই। প্রতিপক্ষ বোলারদের গুঁড়িয়ে দেওয়ার কারণেই এডওয়ার্ড রালফ ডেক্সটার এমন খেতাব (লর্ড টেড) পেয়েছিলেন। বৃহস্পতিবার ডেক্সটারের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ৮৬ বছর বয়সে উলভারহ্যাম্পটনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার পরিবার পাশেই ছিল। ইংল্যান্ডের হয়ে ১৯৫৮ সালে অভিষেক হয় ডেক্সটারের। ৬২ টেস্ট খেলা এই ক্রিকেটার দলকে নেতৃত্ব দিয়েছেন ৩০ ম্যাচে। টেস্টে ৪৭.৮৯ গড়ে ৪ হাজার ৫০২ রান করেছেন তিনি। ২৭টি হাফসেঞ্চুরির সঙ্গে আছে ৯টি সেঞ্চুরি। সব মিলিয়ে ৩২৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০.৭৫ গড়ে ২১ হাজার ১০৫ রান করেছেন। সেখানে ৫১টি সেঞ্চুরির পাশাপাশি হাফসেঞ্চুরি আছে ১০৮টি। ২০২১ সালে আইসিসি তাদের হল অব ফেমে যুক্ত করে ডেক্সটারের নাম।