আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সাভারে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

সাভারে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Savar__sm_কাগজ অনলাইন প্রতিবেদক: সাভারে পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম শাহ আলম বলে জানা গেছে।

শনিবার (১১ জুন) দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, শনিবার কারখানায় কাজ করছিলেন শাহ আলম। এসময় তার একটি হাত হঠাৎ মেশিনের ভেতরে ঢুকে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে কারখানার জেনারেল ম্যানেজার মহিদুল ইসলাম বিষয়টি অস্বীকার করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এক কামরুজ্জামান জানান, কিভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।