সাভারে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে যুবক আহত
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১:৪৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
সাভার: সাভারের হেমায়েতপুরের পাশ্ববর্তী সিংগাইরে নাজিম হোসেন (২৪) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (০৭ জুন) দিনগত গভীর রাতে সিংগাইর আঞ্চলিক সড়কের জামিত্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক জামিত্তা এলাকার আতোয়ার হোসেনের ছেলে।
আহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে সিংগাইরের হাতনী এলাকায় নানার বাড়ি থেকে নিজ বাড়ি জামিত্তা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা কয়েক হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে ওই সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন।
খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দউজ্জামান বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি সৈয়দউজ্জামান।