আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ৩:০৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Pujaকাগজ অনলাইন প্রতিবেদক: সংখ্যালঘু হত্যা, এসপির স্ত্রী হত্যাসহ সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা ‍উদযাপন পরিষদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দেশে সাম্প্রতিক হত্যার প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে টার্গেট কিলিংয়ের কারণে আজ কোনো মানুষ নিরাপদে নেই। কয়েকদিনের ব্যবধানে পুরোহিত নিত্যরঞ্জন পান্ডে, আনন্দ গোপাল গাঙ্গুলি, সুনীল গোজেম ও মাহমুদা খানম মিতুকে হত্যা করা হলো।

বক্তারা বলেন, আগামী দিনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

মানববন্ধন থেকে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে ও মানবতা জাগরণে ঢাকেশ্বরী মন্দিরে আগামী ২০ জুন বিশেষ প্রার্থনা আয়োজন করেছে সংগঠনটি।

মানববন্ধনে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জয়ন্ত কুমার দেব, সন্তোষ শার্মা, জয়ন্ত কুমার দেব প্রমুখ।