সারাদেশে ৬ হাজার একরের অধিক সম্পত্তি পরিত্যাক্ত
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১২:০৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: সারাদেশে ৬ হাজার ৬৮ দশমিক ৪৬৯৩ একর পরিত্যক্ত সম্পত্তি রয়েছে বলে সংসদে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
বৃহস্পতিবার (০৯ জুন) সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে উত্থাপিত সংরক্ষিত সংসদ সদস্য বেগম রিফাত আমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী এক তথ্য জানান।
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী বর্তমানে দেশে মোট পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ ৬ হাজার ৬৮দশমিক ৪৬৯৩ একর। এরমধ্যে ভূমি মন্ত্রণালয়ে ৫ হাজার ৪৬৫ দশমিক ৩৮০৮ একর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ৪৯৩ দশমিক ৩৩৫৪ একর, বাণিজ্য মন্ত্রণালয়ে ৯৩ দশমিক ৮৬০০ একর, শিল্প মন্ত্রণালয়ে ২ দশমিক ৯৪৩২ একর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ১ দশমিক ৫৫৩৫ একর, তথ্য মন্ত্রণালয়ে দশমিক ২৪২০, ধর্ম মন্ত্রণালয়ে দশমিক ২৫০০ একর, রেলওয়ে মন্ত্রণালয়ে ৮ দশমিক ৯০৪৪ একর এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ২দশমিক ০০০০ একর।
উল্লেখিত সকল পরিত্যক্ত সম্পত্তি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ব্যবস্থাপনাধীনে সরকারের দখল ও নিয়ন্ত্রণে রয়েছে।